September 28, 2013

বাংলাদেশের রাজনীতিবিদরা

বাংলাদেশের রাজনীতিবিদরা চুরি এবং গুন্ডামিতে পারদর্শী । অসভ্য এবং অপদার্থ এইসব শয়তানরা মাঝে মাঝেই সবাইকে নছিহত করেন । তাদের বাণীসমূহের কিছু সংকলন নিয়ে এই ব্লগ ।

বাংলাদেশ আরো ভালো কিছু আশা করতে পারে রাজনীতিবিদদের কাছ থেকে – সেটি অবশ্য শীঘ্র হবার কোনো সম্ভাবনা নাই ।

October 15, 2018

ড. কামালের সঙ্গে জুটেছে কিছু খুচরা আধুলি: প্রধানমন্ত্রী

বিএনপির সঙ্গে ড. কামাল হোসেনের ঐক্য গড়ার কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এটি খুনি এবং সুবিধাবাদীদের মঞ্চ। ড. কামাল হোসেন, যিনি নিজেকে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী দাবি করেন, তিনি খুনিদের সঙ্গে ঐক্য করেছেন। তাঁর সঙ্গে আরও জুটেছে কিছু খুচরা আধুলি

Source: Prothom-alo

Hasina can definitely learn some better language. Because she’s prime minister

July 6, 2018

পেট্রলবোমা হামলার সময়ে উদ্বিগ্ন অভিভাবকেরা কোথায় ছিলেন: হাছান মাহমুদ

হাছান মাহমুদ প্রতিবাদকারীদের সমালোচনা করে বলেন, ‘যখন জীবন্ত মানুষের গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা করা হলো, তখন আপনারা উদ্বিগ্ন শিক্ষক এবং অভিভাবকেরা কোথায় ছিলেন? আসলে আপনারা সবাই মিলে ষড়যন্ত্র করতে চাচ্ছেন। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই এখন বিএনপি এবং এক–এগােরার কুশীলবেরা দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘উদ্বিগ্ন অভিভাবক ব্যানার কিংবা অন্য কোনো ব্যানারে আপনাদের পরিচয় গোপন করার কোনো সুযোগ নেই।’

খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার ও আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত—বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপিই খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। কারণ বিএনপি মনে করে, খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় নির্বাচনে গেলে তাদের লাভ হবে।

Source: Prothom-alo

Awami League’s oppression isn’t connected to BNP’s petrol bombs. Awami league doesn’t want any protest any more. Kind of bakshal again.

February 26, 2018

রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী এতিমের টাকা মেরে খাওয়া কোরআনেও নিষেধ আছে -শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতিমখানা তৈরির জন্য বিদেশ থেকে আসা টাকা আত্মসাতের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন কারাগারে। তিনি প্রশ্ন করেন, এতিমখানার জন্য বিদেশ থেকে টাকা এসেছে, সেই এতিমখানা কই? কী তার ঠিকানা? সেখানে কয়জন এতিম আছে?

আজ বৃহস্পতিবার রাজশাহীর মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, ‘এতিমের টাকা এতিমের হাতে যায়নি, সেই টাকা লুট করে খেয়েছে। তত্ত্বাবধায়ক সরকার মামলা দিয়েছে। আজকে তার সাজা হয়েছে।

Source: Prothomalo

When it comes to thieving, Awami league and BNP are partners in crime. We are better than them is hollow

February 26, 2018

সবাই ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের অনেক উসকানি দেবে, ফাঁদ পাতবে। কোনো ফাঁদে আমরা পা দেব না।’ তিনি বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব। একই সঙ্গে গণতন্ত্রকে মুক্ত করব।’

Source: prothom-alo

Heavy beating by awami cops left BNP in tatters. This guy just keeps talking

February 26, 2018

যদি খালেদা জিয়া জেলে থাকলে আপনাদের জনপ্রিয়তা বাড়ে, তাহলে দয়া করে তাঁকে জেলে রেখে দিন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির উদ্দেশে বলেছেন, যদি খালেদা জিয়া জেলে থাকলে আপনাদের জনপ্রিয়তা বাড়ে, তাহলে দয়া করে তাঁকে জেলে রেখে দিন।

আজ শনিবার দুপুরে ভোলায় এক অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এ কথা বলেন। এ সময় তিনি বিএনপির নেতা মওদুদ আহমদের বক্তব্যের সমালোচনাও করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা বলছেন খালেদা জিয়া জেলে থাকলে আওয়ামী লীগের দৈনিক ১০ লাখ করে ভোট কমবে। যদি তা-ই হয় তাহলে বিএনপির উচিত খালেদা জিয়াকে জেলে রেখে দেওয়া। আপনারা বেল মুভ করবেন না। কিন্তু আমরা আইনে বিশ্বাস করি। আইন আইনের গতিতে চলবে।’

Source: prothom-alo

February 26, 2018

বিএনপি তাদের কর্মসূচি সংঘর্ষের দিকে নিচ্ছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচিকে সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে কেউ বাধা দিচ্ছে না।

Source : prothom-alo

If one knows how light is ‘light baton charge’ by police, then you figure how smooth BNP is allowed to do politics 🙂

February 15, 2014

এ সরকার জনগণের ভোটে নির্বাচিত বৈধ সরকার : আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,

বিএনপির প্ররোচনায় বাংলাদেশের সঙ্গে ভুল আচরণ করছে যুক্তরাষ্ট্র। একই পথে হাটছে যুক্তরাজ্যও। তিনি বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে মনে রাখতে হবে, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত বৈধ সরকার। এখানে মধ্যবর্তী নির্বাচনের কোন সুযোগ নেই। মধ্যবর্তী নির্বাচনের জন্য ওকালতি না করতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।

তথ্যসূত্র: ইনকিলাব

Current govt. may be ‘legal’ but NOT elected in true sense. More than half of MPs are without vote. Ministers have no shame in bragging about this

February 10, 2014

এরশাদের নির্দেশেই মঞ্জুরকে হত্যা

আজ ১০ ফেব্রুয়ারি, মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যা মামলার রায় ঘোষণার তারিখ ধার্য রয়েছে। শেষ মুহূর্তে বিচারক পরিবর্তন হওয়ায় আজ রায় ঘোষণার সম্ভাবনা নেই বলে আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে ১৯ বছর ধরে চলমান এ মামলার অভিযোগপত্র অনুযায়ী, ১৯৮১ সালে তৎকালীন সেনাপ্রধান এরশাদের পরিকল্পনা ও নির্দেশে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা মেজর জেনারেল এম এ মঞ্জুরকে হত্যা করা হয়।
বিমানবাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল সদরউদ্দিন এ মামলায় দেওয়া এক জবানবন্দিতে বলেছেন, এরশাদের নির্দেশে মঞ্জুরকে হত্যা করা হয়। তিনিসহ এ মামলায় পুলিশ, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থার তৎকালীন দায়িত্বশীল ও সংশ্লিষ্ট ২৮ জন কর্মকর্তা ও সদস্যকে সাক্ষী করা হয়েছে।

মামলার নথিপত্রে দেখা যায়, বেশির ভাগ সাক্ষীর জবানবন্দিতে এসেছে, এরশাদের নির্দেশেই মঞ্জুরকে হাটহাজারী থানার পুলিশ হেফাজত থেকে সেনা হেফাজতে নেওয়া হয়েছিল। তাঁকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে ১৯৮১ সালের ১ জুন মধ্যরাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয়।

তথ্যসূত্র: প্রথম আলো

Now Ershad is ‘special envoy’ to prime minister Hasina. What is the chance that Ershad will be prosecuted?

January 24, 2014

সরকার গণতন্ত্রকে মৃতপ্রায় অবস্থায় নিয়ে গেছে: খালেদা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার ‘বাকশালী চেতনায় উজ্জীবিত হয়ে’ গণতন্ত্রকে মৃতপ্রায় অবস্থায় নিয়ে গেছে। কঠিন লড়াইয়ের মাধ্যমে এই ‘নব্য বাকশালী চেতনার জগদ্দল পাথর’ সরানোর আহ্বান জানান তিনি।

She is just upset that she couldn’t go to power after all that violence. By “hard fight”, she means regular people’s fight, while she takes the ‘halua-rooti’

তথ্যসূত্র: প্রথম আলো

January 7, 2014

এখন চুপ থাকেন – শেখ হাসিনা

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সহিংসতা চালিয়ে নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছেন। এখন চুপ থাকেন। কোনো কিছুই ঠেকাতে পারবেন না।’

মিডিয়াগুলোকে আমরা ধন্যবাদ জানাই। তারা অনেক কাজ করেছে, যেটা আমাদের সহযোগিতা করেছে। আবার অনেক কাজ করেছে যেটা সন্ত্রাসে সহায়তা করেছে। আগুনের ছবি দেখিয়েছে। অনেকে আবার দেশলাই দিয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো

Better encourage Khaleda Zia to talk, her support for last few months’ terrorism might be clearer!

Did journalists actually supply fire-starters? Or, Sheikh Hasina made that up?